Site icon Jamuna Television

ঢাবিতে ১৯৯৮-৯৯ সেশনের শিক্ষার্থীদের মিলনমেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৮-৯৯ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বন্ধুত্বের এ বছর ২৫ বছর হতে চললো। এই সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সম্পর্কের রজত জয়ন্তী উদযাপনে এবার এক মিলন মেলার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। একত্রিত হবেন প্রাণের ক্যাম্পাসে।

আগামি ৮ মার্চ ঐতিহাসিক কলাভবন চত্বরে অনুষ্ঠেয় এই মহোৎসবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যালি, র‍্যাফেল ড্রসহ নানান আয়োজন থাকবে।

শুধু দেশের নয়, ইউরোপ, আমেরিকা, অষ্ট্রেলিয়াসহ অনন্ত ১৩টি দেশ থেকে সাবেক শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন এই অনুষ্ঠানে। এরই মধ্যে ৭০০ জন নিবন্ধন করে উপস্থিতি নিশ্চিত করেছেন।

এটিএম/

Exit mobile version