Site icon Jamuna Television

মুন্সিগঞ্জের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ছবি: প্রতিকী

মুন্সিগঞ্জের চরমুক্তারপুর এলাকার প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসা বলে জানা গেছে। এর আগে, রাত ৯টার পর ওই কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে এখন পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন, ইকবাল, মতিউর রহমান এবং মো. রাকিব। আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিশ্চিত করা সম্ভব নয় বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

/এনকে

Exit mobile version