Site icon Jamuna Television

ব্যর্থ হয়ে ঘরে ফিরতে হবে নতুন জোট নেতাদের: মোহাম্মদ নাসিম

যাদের ভোট নেই, বিএনপি তাদের সাথেই জোট করেছে। ব্যর্থ হয়ে ঘরে ফিরতে হবে নতুন জোটের নেতাদের। দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এসব কথা বলেন সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

এর আগে, ১৪ দলীয় জোটের নভেম্বর মাসের রাজনৈতিক কর্মসূচি ঠিক করতে বৈঠক করেন নেতারা। আলোচনা হয়, সাম্প্রতিক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে। ব্রিফিংয়ে মোহাম্মদ নাসিম বলেন, সেনাপ্রধানকে নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর দেয়া বক্তব্য কোনভাবেই কাম্য নয়। বিভ্রান্তিকর মন্তব্যের জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। একই সাথে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যেরও সমালোচনা করেন নাসিম। তিনি বলেন, সাংবিধানিক পদে থেকে এরকম বক্তব্য কাম্য নয়। নির্বাচন নিয়ে বিএনপি-জামাত চক্রের, ষড়যন্ত্র নস্যাৎ করে ঠিক সময়েই ভোট হবে।

Exit mobile version