Site icon Jamuna Television

সাউথইস্ট ব্যাংক গ্রিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজধানীর মোহাম্মদপুরে সাউথইস্ট ব্যাংক গ্রিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার (৭ মার্চ) কলাবাগান খেলার মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বক্তব্য দেন অতিথিবৃন্দ। তাদের বক্তব্যে অনুপ্রাণিত হয় শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের প্রথম ধাপে শিশুদের মনোমুগ্ধকর ডিসপ্লে নজর কাড়ে সবার। এরপর অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের ক্রিয়া প্রতিযোগিতা। আর সবশেষে ছিল বাচ্চাদের ‘যেমন খুশি তেমন সাজো’র দারুণ আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রফেসর সুরাইয়া বেগম, অধ্যক্ষ সৈয়দা নাসরিন আক্তার এবং অত্র প্রতিষ্ঠানের কমিটির সদস্য প্রফেসর শাহিন আহমেদ। এছাড়াও, ৮ জন গুণী শিক্ষককে অনুপ্রেরণামূলক পুরস্কারে ভূষিত করা হয়।

/এএম

Exit mobile version