Site icon Jamuna Television

সমঝোতা ছাড়াই মিসর ছাড়লো হামাস

সমঝোতা ছাড়াই মিসর ছাড়লো হামাস

বৃহস্পতিবার দক্ষিণ গাজা উপত্যকার রাফাতে একটি গণকবর। ছবি: রয়টার্স

ইসরায়েলি বর্বরতার স্বীকার ফিলিস্তিনিদের যুদ্ধবিরতির জন্য অপেক্ষা আরও বাড়লো। কোনো প্রকার সমঝোতা ছাড়াই মিসর ছেড়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধিরা। শুক্রবার (৮ মার্চ) এমনটা জানিয়েছে বিবিসি।

তবে এখনও আশা ছাড়ছে না সংগঠনটি। কায়রো ত্যাগের আগে প্রতিনিধিরা জানান, মধ্যস্ততাকারীদের মাধ্যমে এখনও চলছে আলোচনা। রমজান শুরুর আগেই ৪০ দিনের যুদ্ধবিরতি চুক্তির আশা করছেন তারা।

এর আগে, মার্কিন প্রেসিডেন্টও রমজানের আগে বন্দিবিনিময়ের শর্তে যুদ্ধবিরতি কার্যকরের ইঙ্গিত দিয়েছিলেন। তবে ইসরায়েল এখনই আগ্রাসন বন্ধে নারাজ। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই রাফাহসহ গোটা গাজাজুড়ে বর্বরতা অব্যাহত রেখেছে দেশটি।

/এএম

Exit mobile version