Site icon Jamuna Television

পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা

২০২৩ সালে সমাজ ও নারী জাগরণে বিশেষ ভূমিকা রাখার জন্য পাঁচ নারী পেয়েছেন জয়িতা সম্মাননা। তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত পাঁচ নারী হলেন– আনার কলি, কল্যানী মিনজি, কমলি রবিদাশ, জাহানারা বেগম ও পাখি দত্ত। এসময় পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা পদক, এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।

‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ হিসেবে ময়মনসিংহের ব্যবসায়ী আনার কলিকে সম্মাননা দেয়া হয়। ‘শিক্ষা ও চাকরি’ ক্ষেত্রে রাজশাহীর কল্যাণী মিনজি (ওরাও সম্প্রদায়), ‘সফল জননী নারী’ ক্ষেত্রে সিলেটের চা শ্রমিক কমলি রবিদাশ সম্মাননা পান।

এছাড়া, ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী’ ক্যাটাগরিতে বরগুনার জাহানারা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অবদান’ রাখার ক্ষেত্রে খুলনার পাখি দত্তকে (তৃতীয় লিঙ্গ) জয়িতা সম্মাননা তুলে দেয়া হয়।

/এমএইচ/এএম

Exit mobile version