Site icon Jamuna Television

শেষ আটে লিভারপুল, ক্লপযুগের হাজার গোল

ছবি: এএফপি

শেষ ষোলোর প্রথম লেগে স্পার্তা প্রাগকে ৫-১ গোলে হারিয়েছে লিভারপুল। বড় এই জয়ের পথে কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করেছে ইংলিশ ক্লাবটি। প্রিমিয়ার লিগের বর্তমান কোচদের মধ্যে এই কীর্তি গড়ার নজির আছে শুধু ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলার।

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রাখার মিশনে আগামী রোববার (১০ মার্চ) ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়তে হবে লিভারপুল। তার আগে ইউরোপা লিগের ম্যাচে স্পার্তা প্রাগের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে অলরেডস। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই ম্যাক অ্যালিস্টারের স্পটকিক গোল। ম্যাচের ২৫ মিনিটে লিড দ্বিগুণ করেন ডারউইন নুনেজ। প্রথমার্ধের শেষদিকে এই উরুগুয়ানের দ্বিতীয় গোলে ব্যবধান ৩-০ করে ফেলে লিভারপুল।

বিরতি থেকে ফিরেই ব্রাডলির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় প্রাগ। তবে মিনিট সাতেকের মাথায় লুইস দিয়াজের গোলে আবারও এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। আর ম্যাচের অতিরিক্ত সময়ে সোবোজলাই গোল করলে ৫-১ ব্যবধানের বড় জয়ে শেষ আটে এক পা দিয়ে রাখে ক্লপ বাহিনী।

/এএম

Exit mobile version