Site icon Jamuna Television

নিয়ম না মানলে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

হাসপাতালে অভিযান ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন বলেছেন, হাসপাতালে নিয়মবিধি মেনে ক্যাফেটেরিয়া নির্মাণ করতে হবে। অভিযানে ক্যাফেটেরিয়ার অবস্থান, আউটলেট, ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা সেগুলো দেখা হবে। যথাযথ নিয়ম না মানলে জরিমানার পাশাপাশি কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (৮ মার্চ) সকালে উদয়ন স্কুলে ডেন্টাল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সামন্ত লাল সেন এ কথা বলেন।

এ সময় বিডিএস আসনসংখ্যা বাড়ানো ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোয়ালিটি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ট্রেনিংয়ের সুযোগ না দিতে পারলে আসন সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই।

এর আগে বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদে বিসি এস আই আর কংগ্রেসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিজ্ঞানের উৎকর্ষ সাধনে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণাই নতুন নতুন উদ্ভাবনের পথ উন্মুক্ত করতে পারে। এ সময় অন্যান্য দেশের সাথে প্রযুক্তি বিনিময়ের ওপর জোর দেন মন্ত্রী।

প্রসঙ্গত, এবারে ডেন্টাল ভর্তি পরীক্ষায় মোট শিক্ষার্থী ৫০ হাজার ৭৯৫ জন। ১২টি কেন্দ্রে এক যোগে চলছে পরীক্ষা। প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ৯৩ জন শিক্ষার্থী

এটিএম/

Exit mobile version