Site icon Jamuna Television

নরসিংদীর জঙ্গি আস্তানা থেকে দুই নারীর আত্মসমর্পণ

নরসিংদীর মাধবদীর বহুতল ভবনের সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে দুই নারী আত্মসমর্পণ করেছে। তারা নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী জানায়, সোমবার ভবনটি ঘেরাওয়ের পর থেকেই সন্দেহভাজনদের আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছিলো। প্রথম দিকে কেউ সাড়া না দিলেও আজ দুপুরে দুই নারী সদস্য আস্তানা থেকে বেরিয়ে আসে। এর আগে ওই ভবনের আশপাশ থেকে স্থানীয়দের সরে যেতে মাইকিং করা হয়। মঙ্গলবার শেখেরচরে ঘিরে রাখা অপর পাঁচতলা ভবনে ‘গর্ডিয়ান নট’ নামের অভিযানে নব্য জেএমবির ২ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়।

Exit mobile version