Site icon Jamuna Television

গাজায় এয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ ফেললো যুক্তরাষ্ট্র ও জর্ডান

গাজায় তৃতীয় দফায় এয়ার ড্রপ পদ্ধতিতে ত্রাণ ফেললো যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী বলেছে, উত্তর গাজায় যুক্তরাষ্ট্র ও জর্ডানের সি-১৩০ বিমানের সাহায্যে ত্রাণ পাঠানো হয়। শুক্রবার (৮ মার্চ) এক প্রতিবেদনে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিমান থেকে ৩৮ হাজার মানুষের খাবার ফেলেছে দেশটির সামরিক বাহিনী। এছাড়াও, জর্ডানের বিমান বাহিনীও ত্রাণ ফেলেছে এদিন। দেশটি জানায়, গাজায় চরম মানবিক বিপর্যয় সামাল দিতে বিভিন্ন দেশের যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে ত্রাণ দেয়া হয়েছে। উত্তর গাজায় ৯টি বিমান থেকে ফেলা হয় এসব ত্রাণ।

এদিকে, এয়ারড্রপ পদ্ধতিতে ফিলিস্তিনিদের পঞ্চমবারের মতো আকাশপথে ত্রাণ পাঠিয়েছে ফ্রান্স। বেলজিয়ামও দিয়েছে এয়ারড্রপ পদ্ধতিতে সহায়তা। ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশের সব পথ বন্ধ করায় এয়ারড্রপ পদ্ধতিতে সহায়তা পাঠাচ্ছে বহু দেশ। তবে, সামান্য এ সহায়তা উপত্যকায় দুর্ভিক্ষ কতদিন ঠেকানো যাবে- এমন আশঙ্কা বিশ্ব খাদ্য কর্মসূচির।

/এআই

Exit mobile version