Site icon Jamuna Television

খেজুর না খেলে কী হয়, প্রশ্ন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

এবার খেজুর নিয়ে মন্তব্য করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। প্রশ্ন রাখলেন খেজুর না খেলে কী হয়?

শুক্রবার (৮ মার্চ) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজের এক অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। রমজানে নিত্যপণ্যর দাম প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা। জবাব দিচ্ছিলেন হানিফ। এরই একপর্যায়ে খেজুর প্রসঙ্গটি উঠে এলে মন্তব্যটি করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতি বন্ধে কাজ চলছে বলেও জানান ডা. রোকেয়া সুলতানা। বলেন, অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলছে। সেটি অব্যাহত থাকবে। নিবন্ধন নেই এমন হাসপাতাল চলতে দেয়া হবে না। যেসব হাসপাতালে পরীক্ষার যন্ত্রপাতিতে ত্রুটি আছে সেসব ত্রুটিপূর্ণ মেশিনের ব্যবহার বন্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/এনকে

Exit mobile version