Site icon Jamuna Television

মানুষ নয়, রোবট নেবে ক্লাস!

শাড়ি পরে, খোপা বেঁধে স্কুলে ক্লাস নিচ্ছেণ শিক্ষক। তবে যে শিক্ষক ক্লাস নিচ্ছেন; বাস্তবে তিনি মানুষ নন। বরং একটি রোবট! এমনই এক ঘটনা ঘটেছে ভারতে। দেশটিতে প্রথম হিউম্যানয়েড রোবট শিক্ষক এনেছে কেরালার তিরুবনন্তপুরমের একটি স্কুল। এই টিচার রোবটির নাম ‘আইরিশ’। বৃহস্পতিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হিউম্যানয়েড রোবট শিক্ষকের মাধ্যমেই এক নতুন বিপ্লবের সূচনা হল ভারতে। অটল টিঙ্কারিং ল্যাব (এটিএল) প্রকল্পের একটি বিশেষ অংশ হল রোবট টিচার আইরিস। এটি ২০২১ সালের নীতি আয়োগের একটি উদ্যোগ, যা স্কুলগুলিতে পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপ বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে।

রোবট শিক্ষকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। বহুভাষী এই রোবট দেখে মুগ্ধ হয়েছিলেন সকলেই। যেকোনও বিষয়ের জটিল প্রশ্নের উত্তর দিতে পারে এই রোবট টিচার। এছাড়াও তাড়াতাড়ি চলাচলের জন্য চাকাও লাগানো রয়েছে আইরিশের পায়ে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ

/এআই

Exit mobile version