Site icon Jamuna Television

কুমিল্লায় কাউন্সিলরের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় টেবিল ঘড়ি প্রতীকের সমর্থকরা যেন ভোট কেন্দ্রে না যেতে এ জন্য কাউন্সিলরের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে বাস প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।

এবার কুমিল্লা সিটির উপনির্বাচনে মেয়র পদে বাস প্রতীক নিয়ে নির্বাচন করছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। টেবিল ঘড়ি প্রতীকে ভোট করছেন সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু।

শনিবার (৮ মার্চ) রাত ৮টার দিকে নগরীর ২১নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহবুবের বাসার সামনে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ এসেছে যমুনার হাতে। এতে দেখা যায়, প্রায় অর্ধশতাধিক লোকজন ওই কাউন্সিলরের বাসার সামনে যাওয়ার পর দু’জন কিশোর একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরই মধ্যে কয়েকজনকে মারধরের দৃশ্যও দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলেন কাউন্সিলর কাজী মাহবুব জানান, তার অপরাধ তিনি টেবিল ঘড়ি প্রতীকের সাবেক দুইবারের মেয়রের পক্ষে কাজ করছেন। ফলে নামাজ আদায়ে মসজিদে গেলে একদল বাস প্রতীকের সমর্থক বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে এবং কয়েকজনকে মারধর করে।

এটিএম/

Exit mobile version