Site icon Jamuna Television

সীমান্ত হত্যা বন্ধে দুই দেশ একমত: বিএসএফ

সীমান্ত হত্যার জন্য দুই দেশের চোরাকারবারিদের দায়ী করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মহাপরিচালক নিতিন আগরওয়াল। তিনি বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে দুই দেশ একমত।

পাঁচদিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষে শনিবার (৯ মার্চ) এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক বলেন, সীমান্তে চোরাকারবারিরা সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে শুধু বাংলাদেশী নয়, ভারতীয় নাগরিকরাও মারা যাচ্ছে। আত্মরক্ষার জন্যই বিএসএফ গুলি করে বলে জানান তিনি।

এছাড়া সীমান্তের অমিমাংসিত বেশ কিছু ইস্যু নিয়ে দুই দেশের সীমান্ত সম্মেলনে আলোচনা হয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক। এ সময় দুই দেশের মধ্য যৌথ আলোচনার দলিল সাক্ষরিত হয়। গেল ৫ মার্চ থেকে বিজিবি সদরদফতর পিলখানায় শুরু হয় পাঁচদিনব্যাপি এই সীমান্ত সম্মেলন।

এটিএম/

Exit mobile version