Site icon Jamuna Television

জোর করে ফলাফল আদায়ের দাবি সুপ্রিম কোর্ট বার নির্বাচনের সাব কমিটির আহ্বায়কের

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক পদে জোর করে ফলাফল ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল খায়ের।

শনিবার (৯ মার্চ) ‘তথ্য বিভ্রাট নিরসনের জন্য’ শিরোনামে এক বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান। একইসঙ্গে যে তথ্য ঘোষণা দেয়া হয়েছিল, তা ইগনোর করার আহবানও জানিয়েছেন সিনিয়র আইনজীবী আবুল খায়ের।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন, ২০২৪-২৫ এর সম্পাদক পদে ফলাফল বিষয়ে বিভিন্ন মিডিয়ায় আমার নামে প্রচারিত ঘোষণাটি সম্পূর্ণরূপে আইনানুগভাবে ভিত্তিহীন হয়। একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে ভোট গণনার পূর্বেই দূঃখজনকভাবে বহিরাগত মাস্তান শ্রেণি কর্তৃক আমার ওপর চাপ সৃষ্টি করে তাহা লিখিত দিতে বাধ্য করা হয়। যদিও ইহা অর্থহীন ঘোষণা, তবুও কূটতর্ক নিরসনের স্বার্থে সংশ্লিষ্ট সকলকে তাহা ইগনোর করার জন্য অনুরোধ করা হলো। ভোট গণনা করেই ফলাফল ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, নাহিদ সুলতানা যুথীকে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা দেয়া ভুল ছিল বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল খায়ের।

প্রসঙ্গত, গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোটগ্রহণের পর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল নিয়ে উত্তেজনা চলছে। ভোটগ্রহণ শেষ হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হয়নি। এরমধ্যে কেবল নাহিদ সুলতানা যুথীকে সাধারণ সম্পাদক পদে জয়ী নির্বাচন কমিশনার জয়ী ঘোষণা করলে উত্তেজনা তুঙ্গে উঠে।

ভোট গণনাকে কেন্দ্র করে ঘটেছে মারামারিও। এরমধ্যে সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফকে হত্যাচেষ্টার অভিযোগে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ইতোমধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এমএন

Exit mobile version