Site icon Jamuna Television

ব্যবসায়ীদের দায়িত্বহীনতায় বেইলি রোড ট্র্যাজেডি: দুর্যোগ প্রতিমন্ত্রী

ব্যবসায়ীদের দায়িত্বহীনতার জন্য রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ প্রতিমন্ত্রী মো. মুহিববুর রহমান।

শনিবার (৯ মার্চ) সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক শেষে এ মন্তব্য করেন তিনি। বলেলেন, এ ট্র্যাজেডি ঘিরে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন নেই। কারণ দুর্ঘটনার আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেয়া হয়েছে।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ২৪ তলা পর্যন্ত ভবনে আগুন নির্বাপণের ব্যবস্থা রয়েছে। এখন ৫০ সেকেন্ডের মধ্যেই ফায়ার সার্ভিসের যাত্রা শুরু করার মতো সক্ষমতা তৈরি করা হয়েছে।

সবাই নিজ নিজ জায়গা থেকে সর্তক থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

/এমএন

Exit mobile version