Site icon Jamuna Television

টাঙ্গাইলে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত 

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল: 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্লাহ এলাকায় ট্রাক চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই পুলিশ সদস্যের নাম ইউনুস আলী। তিনি টাঙ্গাইল পৌরসভার ছয়আনী বাজার এলাকার খোরশেদ আলমের ছেলে। ইউনুস আলী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোনাখোলা পুলিশ ফাঁড়ির দায়িত্বে ছিলেন। ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। 

পুলিশ ও স্থানীয়রা জানা, শনিবার দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন ইউনুস। এ সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ইউনুস আলীর মৃত্যু হয় ।

গোড়াই থানার এসআই আনিসুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হবে এবং প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/এনকে

Exit mobile version