Site icon Jamuna Television

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে একজনের মৃত্যু

ছবি: প্রতিকী

হিলি করেসপনডেন্ট:

দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে একজন নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) দুপুর পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম নয়ন (৪৩)। তিনি পৌর শহরের পূর্ব জগন্দ্রনাথপুর গ্রামের হাসান আলীর ছেলে।

হিলি (জিআরপি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পাবর্তীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দুপুরে বিরামপুর স্টেশনে দাঁড়ায়। একপর্যায়ে ট্রেনটি ছেড়ে দিলে নয়ন নামের ওই ব্যক্তি চলন্ত ট্রেনটিতে উঠতে যান। এ সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/আরএইচ

Exit mobile version