Site icon Jamuna Television

নুয়ান থুসারার হ্যাটট্রিকে বাজে শুরু বাংলাদেশের

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দেয়া ১৭৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। মাত্র ২ দশমিক ২ ওভারেই দলীয় ১৩ রানে ও ব্যক্তিগত ৭ রানে প্যাভিলিয়নে ফিরেছেন ওপেনার লিটন দাস। ধনঞ্জয় ডি সিলভার বলে দাসুন শানাকার তালুবন্দি হোন লিটন।

ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসে নুয়ান থুসারা। এসেই আঘাত হানেন বাংলাদেশের টপ অর্ডারে। চতুর্থ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে একে একে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ। শান্ত ১ রানে আউট হলেও তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ গোল্ডেন ডাকে ফেরেন প্যাভিলিয়নে। হ্যাটট্রিক করেন নুয়ান থুসারা। দলীয় ২৪ রানে ব্যক্তিগত ১১ রান করে আউট হোন সৌম্য সরকারও। অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হোন জাকের আলী শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার শেষে ৩৭ রানে ৬ উইকেট।

সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৭৪ রান সংগ্রহ করে সফরকারীরা।

/এমএইচআর

Exit mobile version