Site icon Jamuna Television

ভারতীয় হাইকমিশনারের ঢাকেশ্বরী পূজামন্ডপ পরিদর্শন

রাজধানীর ঢাকেশ্বরী পূজামন্ডপ পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

দুপুরে পূজা উদযাপন কমিটির সদস্যসহ হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে সবার সাথে পূজা অর্চনা করেন। গত দু’বছরে বাংলাদেশ-ভারত সম্পর্ক এক ভিন্নমাত্রা পেয়েছে মন্তব্য করে হাইকমিশনার বলেন, দু’দেশের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ক্ষেত্রেও এসছে বড় পরিবর্তন। বাংলাদেশের পাশে সবসময় ভারত থাকবে বলেও জানান শ্রিংলা। বলেন, এদেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদের জন্য বেশ কিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে।

Exit mobile version