Site icon Jamuna Television

নীলফামারীতে নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার

নীলফামারী করেসপনডেন্ট:

নীলফামারীর সৈয়দপুরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাওসার নামে এক ষাট বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় সৈয়দপুর শহরের নেয়ামতপুর চামড়াগুদাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্তের ওই শিশুর দাদা-নাতির সম্পর্ক ছিলো। মজার ছলে ওই শিশুকে খাবারের লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। পরে ওই শিশু ঘর থেকে পালিয়ে বের হয়ে এসে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়।

নীলফামারীর সৈয়দপুর থানার ওসি শাহ আলম বলেন, শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version