Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় জয়নাল আবেদীন হত্যা মামলায় মৃত্যুদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় পাহারাদার জয়নাল আবেদীন হত্যা মামলায় এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে জেলা দায়রা জজ মোহাম্মদ শফিউল এই রায় দেন।

মামলায় বলা হয়, ভাটপাড়া গ্রামে রাজঘর আমতলী বাজারে পাহারাদার হিসেবে কাজ করতেন জয়নুল। ২০১৪ সালে দায়িত্বরত অবস্থায় তাকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আব্দুল মতিন নামে একজনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী। পরে মতিনকে জিজ্ঞাসাবাদ করলে হুমায়ূন নামে আর এক জনের নাম উঠে আসে। দোষ প্রমাণিত না হওয়ায় খালাস পায় তিনি। সাক্ষ্য প্রমাণ ও যুক্তি তর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

Exit mobile version