Site icon Jamuna Television

দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জারদারি

দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি’র কো–চেয়ারম্যান আসিফ আলী জারদারি। শনিবার (৯ মার্চ) রাতে দেশটির নির্বাচন কমিশন ইসিপি ঘোষণা করে ভোটের ফলাফল। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জাতীয় পার্লামেন্টের উভয় কক্ষ এবং পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রাদেশিক পরিষদে হয় ভোটাভুটি। মোট ৪১১ ভোট পেয়েছেন জোট সরকারের মনোনীত প্রার্থী জারদারি। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী মাহমুদ খান আচাকজাই পেয়েছেন ১৮১ ভোট। অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, জোট সরকারের মনোনীত প্রার্থী জারদারি জাতীয় পরিষদ এবং সিনেট থেকে ২৫৫ ভোট পেয়েছেন আর আচাকজাই ১১৯ ভোট পেয়েছেন।

এর আগে, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন জারদারি। তার আমলেই ২০১১ সালে মার্কিন অভিযানে নিহত হন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন।

/এআই

Exit mobile version