Site icon Jamuna Television

সুলভ মূল্যে দুধ, ডিম, মাছ ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম, মাছ ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। জানা গেছে, ঈদের আগ পর্যন্ত রাজধানীর নির্ধারিত ৩০টি পয়েন্টে এসব বিক্রয়কেন্দ্র চালু থাকবে।

রোববার (১০ মার্চ) সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। মন্ত্রী বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম প্রধানমন্ত্রীর উপহার।

বিক্রয়কেন্দ্রগুলো হলো, নতুনবাজার (বাড্ডা), কড়াইলবস্তি (বনানী), খামারবাড়ী (ফার্মগেট), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), গাবতলী, দিয়াবাড়ী (উত্তরা), জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর), ষাটফুট রোড (মিরপুর), খিলগাঁও (রেলক্রসিংয়ের দক্ষিণে), সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড), সেগুনবাগিচা (কাঁচাবাজার), আরামবাগ (মতিঝিল), রামপুরা, কালসী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে), বসিলা (মোহাম্মদপুর), হাজারীবাগ (শিকশন), লুকাস (নাখালপাড়া), আরামবাগ (মতিঝিল), কামরাঙ্গীরচর, মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়া), তেজগাঁও, পুরানঢাকা (বঙ্গবাজার), কাকরাইল, মিরপুর শাহ আলি বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট নতুনবাজার (১০০ফুট), কমলাপুর, কাজি আলাউদ্দিন রোড (আনন্দবাজার)।

নির্ধারিত এসব পয়েন্টে প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা, খাসি ৯০০ টাকা, ব্রয়লার ২৫০ টাকা, ১ লিটার দুধ ৮০ টাকায় পাওয়া যাবে। এছাড়া এক ডজন ডিম পাওয়া যাবে ১১০ টাকায়। এছাড়া রুই, তেলাপিয়া ও পাঙ্গাস মাছও পাওয়া যাবে।

/এমএইচ/এটিএম

Exit mobile version