Site icon Jamuna Television

আমের মুকুলে ছেয়ে গেছে মেহেরপুরের সব বাগান

মেহেরপুর প্রতিনিধি:

মুকুলে ছেয়ে গেছে মেহেরপুরের আম বাগানগুলো। শীতের প্রভাবে কিছুটা দেরিতে মুকুল এসেছে এবার। তবে স্বাদ আর পুষ্টিগুণে জেলার হিমসাগর, আম্রপালি আর ল্যাংড়া আমের বেশ সুনাম। যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুবাস ছড়াচ্ছে।

কিছুটা দেরিতে হলেও আমের বাগান এখন ছেয়ে গেছে মুকুলে। যেন মধু মাসের আগমনী বার্তা জানান দিচ্ছে।

শীতের তীব্রতায় এবার মুকুল আসতে দেরি হয়েছে বলছে চাষিরা। তবে এখন আমের মুকুলের মিষ্টি সুগন্ধে মোমো করছে মেহেরপুরের বাগানগুলো। তাই ফল ধরে রাখতে গাছের পরিচর্যায় ব্যস্ত বাগানিরা।

এবার ভালো ফলনের আশা করছেন আমচাষীরা। গেল মৌসুমের ক্ষতি পুষিয়ে নিতে চান; তবে আছে খরা কিংবা অতিবৃষ্টির শঙ্কাও।

আমের ফলন বাড়াতে চাষীদের নিয়মিত সহায়তা দিচ্ছে কৃষি অধিদপ্তর। এমনটাই জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার।

চলতি মৌসুমে জেলায় ২ হাজার ৩৩৬ হেক্টর জমি থেকে আম পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এটিএম/

Exit mobile version