Site icon Jamuna Television

রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা ইউক্রেনের

রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টার্গেট করে হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (৯ মার্চ) এমন দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এক প্রতিবেদনে ইউরো নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার একাধিক ঘাঁটি এই হামলার শিকার হয়। টার্গেট করা হয় দেশটির ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার বেইস স্টেশনও। তবে, রাশিয়ার দাবি, কিয়েভের এসব হামলা প্রতিরোধ করেছে মস্কোর সেনারা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ধ্বংস করা হয়েছে ইউক্রেনের মিগ-টুয়েন্টি নাইন ফাইটার জেট, ইন্টারসেপ্টেড এরিয়াল বোমাসহ একাধিক ড্রোন ও রকেট। এছাড়াও পাল্টা হামলা চালানো হয়েছে, কিয়েভের অ্যান্টি-আর্টিলারি রাডার, অস্ত্রাগারসহ বিভিন্ন টার্গেটে।

/এআই

Exit mobile version