Site icon Jamuna Television

‘ভারত থেকে ২ দিনের মধ্যে বাংলাদেশে ঢুকবে পেঁয়াজ’

ভারত থেকে ২ দিনের মধ্যে পেঁয়াজ বাংলাদেশে ঢুকবে বলে জানিয়েছেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এছাড়া রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

রোববার (১০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে দেশে কোনো পণ্য ঘাটতি নেই। জানান, চালের বাজারের অস্থিরতা কমেছে। এছাড়া তেলের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে।

তিনি বলেন, প্রয়োজন হলে ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারন করে দেয়া হবে। তিনি আরও বলেন, কোনোভাবেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেয়া যাবে না।

এটিএম/

Exit mobile version