Site icon Jamuna Television

সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা

ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহের শেষদিকে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (১০ মার্চ) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আগামী বুধবার (১৩ মার্চ) থেকে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধিত ওই পাঁচ দিনে, দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ রোববার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি শুষ্ক থাকতে পারে।

তবে আগামীকাল সোমবার (১১ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর পরদিন মঙ্গলবার (১২ মার্চ) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। আর পরবর্তী পাঁচ দিনে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

/এমএইচ

Exit mobile version