Site icon Jamuna Television

রমজান উপলক্ষে ৯ শতাধিক পণ্যের দাম কমালো কাতার

ছবি- সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা থেকে নেয়া

পবিত্র রমজান মাসের আগে দই ও দুগ্ধজাত পণ্য, তেল, জুস, মুরগি, রুটিসহ নয় শতাধিক পণ্যের দাম কমিয়েছে কাতার। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, রমজান উপলক্ষে এসব পণ্যে বিশেষ মূল্যছাড় দেয়া হচ্ছে। গত ৪ মার্চ থেকেই নতুন মূল্যতালিকা কার্যকর হয়েছে। এটি পুরো রমজান মাস পর্যন্ত চলবে বলে জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম ‘দ্য পেনিনসুলা’।

মূল্যছাড় দেয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে- দুধ, দই ও দুগ্ধজাত পণ্য, টিস্যু পেপার, পরিচ্ছন্নতা উপকরণ, রান্নার তেল ও ঘি, পনির, হিমায়িত সবজি, বাদাম, বোতলজাত পানি, জুস, মধু, মুরগি, রুটি, টিনজাত খাবার, পাস্তা, ভার্মিসেলি, গোলাপ জলসহ আরও অনেক কিছু

দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, খাদ্য ও ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় পবিত্র রমজান মাসে সেগুলো কম দামে জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে রমজান উপলক্ষে দেশটি প্রায় ৬৫০টি পণ্যের দাম কমিয়েছিল। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮০০টি। গতবারও ৯০০টির বেশি পণ্যের দাম কমিয়েছিল কাতার সরকার।

/এনকে

Exit mobile version