Site icon Jamuna Television

ভারতে লোকসভা নির্বাচন: টিএমসি ঠাসা তারকায়, আছেন দেব-রচনা-সায়নী

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। রোববার (১০ মার্চ) দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। বরাবরের মতো এবারও বহু তারকাদের দেখা গেছে তৃণমূলের টিকিট পেতে।

দলীয় মনোনয়ন পেয়েছেন অভিনেতা দেব, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়। বাদ পড়েছেন টালিগঞ্জের দুই নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরাত। গত নির্বাচনে যাদবপুর থেকে লড়েছিলেন মিমি এবং নুসরাত লড়েছিলেন বসিরহাট আসন থেকে।

উল্লেখ্য, নতুন অনেক প্রার্থী দিয়ে এবার চমক জাগানোর চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। ক্রিকেটার ইউসুফ পাঠান, পশ্চিমবঙ্গের উদীয়মান যুবনেতা দেবাংশু ভট্টাচার্যসহ অনেকে প্রথমবারের মতো ভোটের ময়দানের লড়াইয়ে নামবেন। এদিকে মমতা জানিয়েছেন আসাম ও মেঘালয় রাজ্যেও এবার প্রার্থী দেবে তার দল।

/এমএইচআর

Exit mobile version