Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে তিতাসের এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ করেসপনডেন্ট:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে দুই কিলোমিটার এলাকার তিতাসের অবৈধ এক হাজার আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার (১০ মার্চ) দুপুরে উপজেলার হাটাবো এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় জব্দ করা হয় বিতরন পাইপ, রাইজার, রেগুলেটরসহ বিভিন্ন সরঞ্জাম।

এ বিষয়ে তিতাসের সোনারগাঁও অঞ্চলের ডিজিএম প্রকৌশলী সুরুজ আলম জানান, উপজেলার বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ধারাবাহিক অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় ওই এলাকায় এক হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version