Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় রোজা শুরু মঙ্গলবার

সব অপেক্ষার অবসান ঘটিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। রমজানকে স্বাগত জানাতে বিশ্বের সব মুসল্লি নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

কবে থেকে রোজা শুরু হচ্ছে, তা জানতে উন্মুখ হয়ে আছে পুরো বিশ্বের মুসলিম উম্মাহ। এদিকে এরইমধ্যে অস্ট্রেলিয়া জানিয়েছে কবে থেকে শুরু হচ্ছে রোজা।

অস্ট্রেলিয়ায় আগামীকাল সোমবার শাবান মাস শেষ হচ্ছে। সে অনুযায়ী মঙ্গলবার (১২ মার্চ) থেকে দেশটিতে পবিত্র রমজান শুরু হবে। অস্ট্রেলিয়া গ্রান্ড মুফতি, করপোরেশন ফেডারেল কাউন্সিল অব ইমাম, অস্ট্রেলিয়ান ফতোয়াহ কাউন্সিল এবং শরীয়াহ বিভাগ জানিয়েছে সোমবার (১১ মার্চ) শাবান মাস শেষ হচ্ছে এবং ১২ মার্চ থেকে রোজা শুরু হচ্ছে। খবর গালফ নিউজের

এছাড়া অস্ট্রেলিয়া ফতোয়া কাউন্সিল ও ফতোয়া অ্যান্ড ইসলামিক আরবিট্রেশন মজলিস থেকেও আলাদা বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে আজ রোববার ১০ মার্চ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পবিত্র রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে। দেশটির রয়্যাল কোর্ট সাধারণ মানুষকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। এছাড়া আরব আমিরাতও তাদের জনগণকে একই আহ্বান জানিয়েছে।

এটিএম/

Exit mobile version