Site icon Jamuna Television

গাজায় বন্দর নির্মাণের উদ্দেশে রওনা দিলো মার্কিন জাহাজ

ভূমধ্যসাগরে অস্থায়ী বন্দর নির্মাণের উদ্দেশে যুক্তরাষ্ট্র ছেড়েছে দেশটির একটি সামরিক জাহাজ। রোববার (১০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। খবর বিবিসির।

‘ব্যাসন’ নামের জাহাজটিকে পাঠানো হয়েছে গাজা উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণের উদ্দেশে। জাহাজটিতে রয়েছে বন্দর নির্মাণের বিভিন্ন সরঞ্জাম। বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বন্দর নির্মাণের ঘোষণা দেয়ার ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গাজায় ত্রাণ পাঠানোর জন্য সমুদ্রপথে করিডর চালুর সিদ্ধান্তের পর ত্রাণ বোঝাই জাহাজ প্রস্তুত করেছে সাইপ্রাস। দেশটির প্রধানমন্ত্রী জানান, এই করিডোর নির্মাণে দীর্ঘদিন ধরে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে তার দেশ।

/এএম

Exit mobile version