Site icon Jamuna Television

বাইসাইকেলের বহর নিয়ে কনে আনতে গেলেন বর!

মৌলভীবাজার প্রতিনিধি
বাইসাইকেলের বহর নিয়ে কনে আনতে গেছেন বর আহমদ আলী সায়েম। ব্যতিক্রমি এই বরযাত্রা দেখতে মৌলভীবাজারের পথে ছিল উৎসুক মানুষের ভিড়। বর আহমদ আলী সায়েম মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির এডমিন।

সুস্বাস্থ্যের জন্য বাইসাইকেল। এটি পরিবেশ বান্ধব। মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি কয়েক বছর থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সেই প্রচারণার অংশ হিসেবেই ব্যতিক্রমি এমন বরযাত্রার কথা জানালেন মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির মডারেটর ইমন আহমদ।

তিনি জানান, আজ দুপুরে বরের পিত্রালয় শহরের বড়হাট থেকে ৪৮টি বাইসাইকেলের বহর নিয়ে তারা শাহ মোস্তফা সড়কে অবস্থিত সাদিয়া কমিউনিটি সেন্টারে যান। বর যে সাইকেল চালিয়েছেন সেই বাইসাইকেলটি ছিল একটি বিশেষ ও সাজানো। বিকেলে কনে নিয়ে অবশ্য তারা গাড়িতেই ফিরেছেন।

Exit mobile version