Site icon Jamuna Television

শৃঙ্খলা ভঙ্গের দায়ে হৃদয়কে আইসিসির জরিমানা

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটার তাওহিদ হৃদয়কে জরিমানা করেছে আইসিসি। সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়।

রোববার (১০ মার্চ) আইসিসি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, হৃদয় আইসিসি কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের ধারা ২.২০ ভঙ্গ করেছেন, যেটি খেলার চেতনার পরিপন্থী আচরণ। জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে হৃদয়ের নামের পাশে।

শনিবার সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে আউট হন হৃদয়। প্যাভিলিয়নে ফেরার পথে তিনি লঙ্কান খেলোয়াড়দের সঙ্গে আগ্রাসী হয়ে ওঠেন। এ ঘটনায় মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ও তানভীর আহমেদ এবং তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান অভিযোগ গঠন করেন। পরে হৃদয় তার অপরাধ স্বীকার করে নেন।

/এনকে

Exit mobile version