Site icon Jamuna Television

৯৬তম অস্কার: সেরা অভিনেতার পুরস্কার উঠলো কিলিয়ান মারফির হাতে

৯৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা বিভাগের পুরস্কার পেলেন কিলিয়ান মারফি। ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পান তিনি। অস্কারে এটি মারফির প্রথম মনোনয়ন এবং প্রথমবারেই জয় করলেন এই পুরস্কার।

সিনেমায় তিনি অভিনয় করেন জে রবার্ট ওপেনহাইমারের চরিত্রে যিনি ছিলেন আমেরিকার একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ম্যানহাটন প্রকল্পের লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরির পরিচালক এবং তাকে বলা হয়ে থাকে পারমাণবিক বোমার জনক। সিনেমায় নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেন কিলিয়ান মারফি।

২০২৩ সালের ২১ জুলায় বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিলো ছবিটি। বক্স অফিসে দর্শক ও সমালোচকদের প্রশংসার পাশাপাশি মারফির অভিনয় নজর কারে সবার।

উল্লেখ্য, সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। সেখানে সেরা অভিনেতার পাশাপাশি বেশ কয়েকটি ক্যাটাগরিতে অস্কার জেতে ওপেনহাইমার।

/এমএইচআর

Exit mobile version