Site icon Jamuna Television

টাকার জন্য রাজকে বিয়ে? এবার জবাব দিলেন শিল্পা শেট্টি

টাকার লোভেই রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন শিল্পা শেট্টি, এমন খবর বলিউড পাড়ায় বেশ চাউর। এ নিয়ে কখনও খোলামেলা কথা বলেননি শিল্পা। তবে এবার এক সাক্ষাতকারে দিলেন এই অপপ্রচারের জবাব। জানান, রাজের চেয়েও ধনী ব্যক্তিদের বিয়ের প্রস্তাব ছিল তার কাছে।

আপাতদৃষ্টিতে সুখের সংসার হলেও বছর দুয়েক আগে রীতিমতো ঝড় নেমে আসে রাজ ও শিল্পার দাম্পত্য জীবনে। পর্নগ্রাফি কাণ্ডে নাম জড়ায় শিল্পার স্বামীর রাজের। এ নিয়ে হাজতেও থাকতে হয়েছে তাকে। এরপর জামিনে বেরিয়ে এখন স্বাভাবিক জীবনে তিনি।

সম্প্রতি এক সাক্ষাতকারে এসব কথার জবাব দিয়েছেন বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেত্রী। তিনি বলেন, হ্যাঁ, রাজ ধনী। রাজের থেকেও ধনীরা আমাকে বিয়ে করতে চেয়েছিলেন। আমি অর্থলোভী হলে ওদেরকেই বিয়ে করতাম!

শিল্পার ভাষ্য, আমি যখন রাজকে বিয়ে করি, তখন সে ব্রিটেনে অন্যতম সেরা করদাতাদের একজন ছিল। আমি নিজেও তখন ধনী ছিলাম। এখনও ধনী আছি।

অভিনেত্রীর এমন কড়া জবাব শুনেই বোঝা যায় তিনি নিজের ওপর কতটা আত্মবিশ্বাসী তিনি।

এটিএম/

Exit mobile version