Site icon Jamuna Television

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

ফাইল ছবি

দেশে পবিত্র রমজান মাস কবে থেকে ‍শুরু হবে তা জানা যাবে আজ। সন্ধ্যায় এ নিয়ে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে এ সভা।

এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। এই সভায় হিজরি ১৪৪৫ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার বিষয়ে পর্যালোচনা ও সিদ্ধান্ত নেয়া হবে।

আজ চাঁদ দেখা গেলে মঙ্গলবার (১২ মার্চ) থেকে বাংলাদেশে শুরু হবে সিয়াম সাধনার মাস। দেশের কোথাও চাঁদ দেখা গেলে স্থানীয় জেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এদিকে, রোববার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে। ফলে আজ সোমবার সেসব দেশে পবিত্র রমজান শুরু হয়েছে।

/এনকে

Exit mobile version