Site icon Jamuna Television

চাঁদ দেখার জন্য কেমন থাকবে আজকের আকাশ?

সব অপেক্ষার অবসান ঘটিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। রমজানকে স্বাগত জানাতে বিশ্বের সব মুসল্লি নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইতোমধ্যে সৌদিআরব ও অস্ট্রেলিয়া রোজার তারিখ ঘোষণা করেছে।

রমজানের শুরুর দিনক্ষণ জানতে শাবান মাস শেষে রমজানের চাঁদ দেখার এবং চাঁদ উঠার সঠিক খবরের অপেক্ষায় থাকেন পুরো বিশ্বের মুসলমানেরা। আবার রমজানের শেষে ঈদ পালন করা হয় শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

রমজানের চাঁদ দেখতে আজ সারাদেশের মানুষ চোখ রাখবেন আকাশের দিকে। তবে কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া? জানতে প্রশ্ন করা হয়েছিল আবহাওয়াবিদ আব্দুর রহমানের কাছে।

তিনি জানান, আজ সারাদিন সারাদেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। এতে চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, সন্ধ্যায় এ নিয়ে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে এ সভা।

আজ চাঁদ দেখা গেলে মঙ্গলবার (১২ মার্চ) থেকে বাংলাদেশে শুরু হবে সিয়াম সাধনার মাস। দেশের কোথাও চাঁদ দেখা গেলে স্থানীয় জেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এটিএম/

Exit mobile version