Site icon Jamuna Television

রমজানের আগে নিত্যপণ্যের বাজারে আগুন

রমজানের আগে হাঁসফাঁস অবস্থা দেশের নিত্যপণ্যের বাজারে। দাম বেড়েছে প্রায় প্রতিটি রমজানকেন্দ্রিক পণ্যের। একদিনের ব্যবধানে ১০ টাকা দাম বেড়ে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা। গরুর মাংস প্রতি কেজিতে ২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭২৫ টাকায়।

দাম বেড়েছে পেঁয়াজেরও। কেজিতে ১০ টাকা বেড়ে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। বুটের ডাল কিনতে হলে ক্রেতাকে গুনতে হবে ১২০-১৩০ টাকা। আর ছোলা বিক্রি হচ্ছে ১১০-১১৫ কেজিতে। এদিকে, খোলা চিনি ১৫০-১৫৫ টাকায় আর সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৫ টাকা লিটার।

লেবুর হালি কমপক্ষে ৪০ টাকা ও দেশি আলু ৫৫ থেকে ৬০ টাকায় কিনছেন ক্রেতারা। রমজানের আগে দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। এসময় বাজারে তদারকি বাড়ানোর দাবি জানান তারা।

/এএস

Exit mobile version