Site icon Jamuna Television

শাকিবের ‘তুফান’এ ঝড় তুলবেন মিমি ও নাবিলা

‘তুফান’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন ওপার বাংলার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা।

বাংলার কিং খানের নতুন প্রোজেক্ট ‘তুফান’ সিনেমায় কোন নায়িকাকে দেখা যাবে, তা নিয়ে ভক্তদের মধ্যে ছিল বেশ জল্পনা-কল্পনা। সিনেমাটি ঘিরে, শাকিবের সঙ্গে ইতোমধ্যে যোগ করা হয়েছে বহু নায়িকার নাম। পরে আবার বাদও হয়েছে সেসব নাম। তবে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভক্তদের সুখবর দিলেন পরিচালক রায়হান রাফি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজ থেকে পোস্ট করে রাফি উন্মোচন করেন রহস্যের পর্দা। ‘তুফান’ সিনেমায় অভিনয় করবেন ওপার বাংলার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের জনপ্রিয় নায়িকা নাবিলা।

উল্লেখ্য, রায়হান রাফির পরিচালনায় ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই ও চরকি। এর আগে, গত বছর বিশাল এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঘোষণা দেওয়া হয় এই সিনেমার। তখন নায়কের নাম ঘোষণা করা হলেও, ঘোষণা হয়নি নায়িকার নাম। অবশেষে চূড়ান্ত হয়েছে প্রধান নারী চরিত্রের অভিনয়শিল্পী দুজন।

/এআই

Exit mobile version