Site icon Jamuna Television

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে গুলি : রায়হান শরীফের ৫ দিনের রিমান্ড 

ছবি: সংগৃহীত।

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে শ্রেণিকক্ষে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেনের আদালত এই আদেশ দেন। এর আগে অস্ত্র আইনে দায়ের করা মামলায় রায়হান শরীফের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বিষয়টি  নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাস উদ্দিন। বলেন, ওই শিক্ষকের সাথে আর কেউ জড়িত আছে কিনা, তার অস্ত্রের উৎপত্তি কোথায়, কার কাছ থেকে অস্ত্র কিনেছেন এসব জানতেই রিমান্ড দেয়া হয়েছে। 

কিছু আইনগত প্রক্রিয়া শেষ করে জেলহাজত থেকে বিকেলেই তাকে রিমান্ডে নেয়া হবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version