Site icon Jamuna Television

‘৭ দলীয় বাম জোটসহ কয়েকটি দল আওয়ামী লীগের সাথে জোট গঠনে আগ্রহী’

দেশের জনগণ সরকারের সাথে আছে তাই নেতায় নেতায় জোট ও জনবিচ্ছিন্ন ঐক্য নিয়ে কোন দুশ্চিন্তা নেই। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেখ রাসেলের জন্মদিনে আজ সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে সমান তালে জোটের ব্রেকিং ও মেকিং চলছে। তবে দেখতে হবে সেটা কোথায় গিয়ে দাঁড়ায়।

সেতুমন্ত্রী জানান, ৭ দলীয় বাম জোটসহ আরও কয়েকটি দল আওয়ামী লীগের সাথে জোট গঠনে আগ্রহী। তবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর জোটের কলবের বাড়ানোর বিষয়টি নির্ভর করছে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাণ্ডবের চেষ্টা করলে তা রুখে দেয়া হবে। বিএনপি’র নির্বাচনকালীন জাতীয় সরকারের দাবিকে মামা বাড়ির আবদার আখ্যা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Exit mobile version