Site icon Jamuna Television

বলিভিয়ায় ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা জারি

ছবি: রয়টার্স

বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রুপ নিয়েছে লাতিন দেশ বলিভিয়ায়। রাজধানী লা পাজ ও আশপাশে জারি করা হয়েছে জরুরি পরিস্থিতি। সোমবার (১১ মার্চ) এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভারী বর্ষণে তলিয়েছে নতুন নতুন এলাকা। ডুবে গেছে রাস্তাঘাট। নীচু এলাকাগুলোর ঘরবাড়িতেও ঢুকেছে পানি। দুর্গত এলাকায় ৩ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। নির্দেশ দিয়েছেন প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর।

গত কয়েক সপ্তাহ ধরেই টানা ও ভারি বৃষ্টিতে নাজেহাল বলিভিয়ার বাসিন্দারা। নদীর পানি উপচে পড়ায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। জানুয়ারিতে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে সারা দেশে বন্যায় প্রায় ৫০ জন মানুষ মারা গেছে। ফেব্রুয়ারির শেষ নাগাদ জারি করা হয়েছে জরুরি সতর্কতা।

/এএম

Exit mobile version