Site icon Jamuna Television

যবিপ্রবির নৈশপ্রহরীকে কুপিয়ে জখম

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নৈশপ্রহরী বদিউজ্জামান বাদলকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার কমলাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী বদিউজ্জামান বাদল জানান, সন্ধ্যায় কমলাপুর গ্রামে ক্রয়কৃত জমির টাকা পরিশোধ করতে যান তিনি। সেখানে পৌঁছালে স্থানীয় হাফিজুর, আয়নাল, সাইফুরসহ কয়েকজন পথরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

এ ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপারেশন ) পলাশ কুমার বিশ্বাস বলেন, এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

/এমএন

Exit mobile version