Site icon Jamuna Television

উত্তরায় পুড়লো প্রায় ৮০ দোকান, আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

ছবি- সংগৃহীত

আগুনে পুড়লো রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টর মার্কেটের লেপতোষক ও ফার্নিচারের দোকান। সোমবার (১১ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নেভাতে পারে সংস্থাটি।

স্থানীয়রা বলছেন, আগুনে পুড়েছে প্রায় ৮০টি দোকান। এ সময় পুড়ে মারা গেছে বেশ কয়েকটি গবাদি পশু। বাঁশ-কাঠের দোকানের মধ্যে লেপতোষক ও ফার্নিচারের মতো দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়ায়। আশপাশে প্রাকৃতিক কোনো জলধার না থাকায় আগুন নেভাতেও বিপাকে পড়তে হয় ফায়ার সার্ভিসকে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ারুল হক জানিয়েছেন, আগুনের খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান তারা। আগুন নেভাতে গিয়ে তাদেরকে পানির সংকটে পড়তে হয়। পরে আশপাশের বহুতল ভবন থেকে পানি নিয়ে আগুন নেভান তারা।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা। তিনি জানান, তদন্ত শেষে ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ জানা যাবে।

/এনকে

Exit mobile version