Site icon Jamuna Television

রাশিয়ায় এক শিক্ষার্থীর হামলায় নিহত ১৯

রাশিয়ার ক্রাইমিয়ার কার্চ শহরের স্থানীয় কলেজে এক শিক্ষার্থীর হামলায় প্রাণ গেছে অন্তত ১৯ জনের। আহত হয়েছে বেশ কয়েকজন। পরে আত্মহত্যা করে হামলাকারী কিশোরও।

স্থানীয় সময় বুধবার বিকেলে এই গোলাগুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের আওয়াজে আতঙ্ক ছড়ায়, শুরু হয় ছোটাছুটি। এরপরই শিক্ষার্থীদের লক্ষ্য করে নির্বিচার গুলি ছোঁড়ে বন্দুকধারী। গোলাগুলির মধ্যেই আরও বেশ কয়েকবার বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা।

হামলাকারীকে ১৮ বছর বয়সী ভ্লাদিসলাভ রোজলিয়াকোভ হিসেবে শনাক্ত করেছে রুশ নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। হামলার কারণ এখনও অজানা। যদিও একে সন্ত্রাসী তৎপরতা আখ্যা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Exit mobile version