Site icon Jamuna Television

‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় উদ্দেশ্যপ্রণোদিত’

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে জড়াতেই এ রায় দেয়া হয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জিয়া পরিবারের ওপর প্রতিহিংসা চরিতার্থ সরকার পরিকল্পিত রায় দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

যুগ্ম মহাসচিব বলেন, সরকারের একটি পক্ষই ২১ আগস্টের গ্রেনেড হামলার পেছনে রয়েছে। রায় বাতিল করে পুনরায় নিরপেক্ষভাবে তদন্ত করে ন্যায়বিচারের আহ্বান জানান তিনি।

এসময় মাহবুব তালুকদার নয় নির্বাচন কমিশনের কার্যক্রমে সিইসির পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন রিজভী। আশঙ্কা প্রকাশ করে বলেন, একতরফা নির্বাচন বাস্তবায়ন করতে মাহবুব তালুকদারের সাথে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মত আচরণ করতে পারে সরকার।

Exit mobile version