Site icon Jamuna Television

যমুনা ফিউচার পার্কে বিশ্বকাপ ট্রফি, তোলা যাবে সেলফি

বিশ্বভ্রমণে বের হওয়া আইসিসি-২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ট্রফি এখন যমুনা ফিউচার পার্কে। এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক শপিংমলের সেন্টার কোর্টে সেটি রাখা হয়েছে। বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ট্রফিটি। এসময় চাইলে যে কেউ ট্রফির সাথে সেলফি তুলতে পারবেন।

এর আগে বুধবার সকালে বাংলাদেশে আসে বিশ্বকাপ ট্রফি। প্রথমদিন সেটি রাখা হয় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাডেমির সামনে। দুপুরে সেটির সঙ্গে ছবি তোলেন জাতীয় দলের খেলোয়াড়রা।

বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে প্রদর্শনী শেষে বিশ্বকাপ ট্রফি চলে যাবে সিলেটে। শুক্রবার দিনভর সেখানেও সর্বসাধারণের জন্য সেটি উন্মুক্ত রাখা হবে। পরদিন (শনিবার) ট্রফির গন্তব্য চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

সব মিলিয়ে ৪ দিনের বাংলাদেশ সফর শেষে বিশ্বকাপ ট্রফি যাবে নেপালে। গেল ২৭ আগস্ট দুবাইয়ে আইসিসির সদর দফতর থেকে বিশ্ব পরিভ্রমণে বের হয় ট্রফিটি। নয় মাসে পাঁচ মহাদেশ, ২১ দেশ ও ৬০টির বেশি শহরে ঘুরে বেড়াবে সেটি।

আগামী বছরের ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে পর্দা উঠবে ক্রিকেটের সর্বোচ্চ আসরের। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সেখানে পৌঁছে যাবে ট্রফিটি। ১৪ জুলাই ফাইনালি লড়াইয়ে জয়ী দলের হাতে উঠবে সেটি।

Exit mobile version