Site icon Jamuna Television

আখাউড়ায় চোলাই মদসহ দুই কারবারি গ্রেফতার

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেড় মণ চোলাই মদসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে তাদের ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার কসবা উপজেলার শাহপুর দক্ষিণপাড়ার শফিকুল ইসলাম (৪০) এবং একই এলাকার দুলাল মিয়া (৪৫)।

এর আগে, সোমবার (১১ মার্চ) বিকেলে আখাউড়া-ধরখার সড়কের নিমপল্লী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিলে আদালতের নির্দেশে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয় বলে জানায় পুলিশ।

আখাউড়া থানার ওসি নূরে আলম বলেন, তারা এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারি। এ চক্রটি দীর্ঘদিন যাবত নিয়মিত চোলাই মদ বিভিন্ন স্থানে পাচার করে আসছিল বলে জানান তিনি।

/এএম

Exit mobile version